নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের মুন্সী বাড়ির হুমায়ুন কবিরের সাথে একই গ্রামের শফিউল্লাহর পরিবারের ও ছালেহ আহম্মেদের পরিবারের লোকদের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে রবিবার রাতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি ভূক্তভোগীদের। এ সময় ভূক্তভোগীরা জাতীয় জরুরী সেবায় ফোন করলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভূক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শাকতলী মুন্সী বাড়ির হুমায়ুন কবিরের সাথে একই গ্রামের শফিউল্লাহ ও ছালে আহম্মেদের পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ সম্পত্তির বিষয়ে আদালতে মামলা হলে হুমায়ুন কবিরদের পক্ষে আদালতে রায় দেয় বলে দাবি ভূক্তভোগীদের। বিরোধকৃত জমি হামলাকারীরা দখল করতে গেলে হুমায়ুন কবির ও তাদের লোকজন বাধা দিলে দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষ ৫০/৬০ জন লোক নিয়ে হুমায়ুন কবিরের বাড়িঘরে হামলা চালায় ও বাড়ির সীমানাপ্রাচীর ভাংচুর করে।

এ সময় হামলাকারীদের দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে ৪জন আহত হয়। আহতরা হলেন হুমায়ুন কবিরের বোন শেফালী বেগম (৬৫), স্ত্রী মর্জিনা বেগম (৫০), পুত্রবধূ রুবি বেগম(৩০), ছেলে রনি হোসেন (১৪)। গুরুতর আহত হুমায়ুন কবিরের গর্ভবতী পুত্রবধূ রুবি বেগমকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ ফেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!