মো: ওমর ফারুক :
কুমিল্লার নাঙ্গলকোটে এক সেনাসদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছুরিকাঘাতে ওই সেনা সদস্যের দুই ছেলে গুরুতর আহত হয়েছে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে আটক করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের যজ্ঞশাল গ্রামের সেনাসদস্য মাহবুবুল হক ভূঁইয়ার বাড়ীতে। ডাকাতদের হামলার শিকার আহত ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১টার দিকে ৫/৬ জনের ডাকাতদল অত্যন্ত কৌশলে মিশনে থাকা সেনাসদস্য মাহবুবুল হক ভূঁইয়ার ঘরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতরা সেনাসদস্যের বড় ছেলে মো. রিয়াদ (২৫) কে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে এবং অপর ছেলে মো. রিমন (১৭) কে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। ডাকাতি শেষে ঘরের ভিতরে থাকা ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ছাদ টপকে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন মাহফুজ (৪০) নামে এক ডাকাতকে আটক করে। আটককৃত ডাকাত পাশ্ববর্তী রায়কোট হাজারি বাড়ির মোখলেছুর রহমানের ছেলে। ডাকাতদের ছুরিকাঘাতে আহতদের সেনাসদস্যের দুই ছেলেকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেয়া হয়, পরে অবস্থার অবনতি ঘটনায় উন্নত চিকিৎসার জন্য রিমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাতে ৪ চোর ঘরের দেওয়াল টক্কে পালিয়ে যাওয়ার সময় হাতাহাতির এক পর্য্যায় এক জনের হাতে ও অপর জনের গলায় আঘাত লাগে।
এতে এক চোরকে আটক করা হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে থেকে থানায় এজহার দেয়া হয়েছে। অপর তিন চোরকে আটকের চেষ্টা চলছে।