মো: ওমর ফারুক,নাঙ্গলকোট;
কুমিল্লা নাঙ্গলকোটে এক পুলিশ সদস্যের হামলার শিকার হয়েছে দুই পথচারী। শুক্রবার দুপুরে নাঙ্গলকোট এনসিসি ব্যাংকের পাশে রাস্তার উপর এমন ঘটনা ঘটেছে।
আহতরা হলেন -পৌরসভার ৩ নং ওয়াডের্র কাউন্সিলর রেজাউল হক রেজু ও নাঙ্গলকোট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির। প্রত্যক্ষদর্শী জানান, নাঙ্গলকোট থানার সাবেক এ এস আই মো: হানিফ বাজার হয়ে ঢালুয়া সড়ক দিয়ে একটি মাইক্রোবাস নিয়ে যাচ্ছিলেন। ড্রাইভার গাড়ী চালাচ্ছে। হাফিন পিচনে বসা ছিল।
ঢালুয়া সড়ক দিয়ে মোটরগাড়ি করে বাজারের আসছিলেন, কাউন্সিলর রেজু ও শিক্ষক হুমায়ূন কবির। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরগাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ীটির আংশিক ক্ষতি হয়। কাউন্সিলর ও শিক্ষক গাড়ীর ড্রইভারকে প্রশ্ন করে-কেন উল্টে পথো গাড়ী চালাচ্ছেন, এসময় এ এস আই হাফিন গাড়ী থেকে নেমে শিক্ষক হুমায়ূন কবির ও কাউন্সিলর রেজাউল হককে মারধর করে ও বিভিন্ন ভাবে অসøীল ভাষার গালমন্দ করে।
এব্যাপার কাউন্সিলর রেজাউল হক রেজু ও নাঙ্গলকোট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির অভিযোগ করেন বলেন-দুপুরে বাজারে যাওয়ার পথে নিজাম উদ্দিনের ওষধের দোকানের পশ্চিম পাশে এলে বাজার থেকে একটি মাইক্রোবাস তাদের গাড়ীকে সজোরে ধাক্কা দেয়।
এরপর গাড়ী থেকে নেমে নাঙ্গলকোট থানার এ এস আই মো: হাফিন মারধর করেন ও অস্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। সংবাদ পাওয়ার পর নাঙ্গলকোট থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ এস আই মো: হানিফ নাঙ্গলকোট থানায় কর্মরত নয় বলে ও জানান।
অভিযুক্ত এ এস আই মো: হানিফের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন- মারধর করেছি, অসøীল ভাষায় গালমন্দ করেছি।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল গিয়েছি। এ এস আই হানিফ প্রায় দুই মাস আগে নাঙ্গলকোট থানা থেকে চলে যান। কেউ যদি লিখিত অভিযোগ করেন, তাহলে বিষয়টি উধবর্বত কর্তকর্তাদের জানো হবে।