নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে এক সৌদিআরব প্রবাসীর বসতঘর ভাংচুর, নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার মক্রবপুর ইউপির বালিয়াপুর পশ্চিম পাড়া গ্রামের সৌদিআরব প্রবাসী নুরুল আলম মজুমদারের বাড়ীতে।
প্রবাসীর স্ত্রী শ্যামলা বেগম বলেন- শুক্রবার বিকালে তিনি প্রয়োজনীয় কাজের জন্য নাঙ্গলকোট বাজারে যান। এ সুযোগে পাশের বাড়ীর রবিউল হকের ছেলে খোরশেদ আলম, মুজাফ্ফর আলমের ছেলে মোস্তফা কামাল, আব্দুর রহিমের ছেলে আব্দুল মমিন মিন্টু, নুর মোহাম্মদের ছেলে বদিউল আলমসহ ১০/১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্্র দিয়ে পুরো বাড়ীতে তা-ব চালায়। তখন বাড়ীতে তার মেয়ে শারমিন ও দুই বোন ছিল।
হামলাকারীরা শারমিনকেও মারধর করেন। জীবন বাচানোর জন্য বিল্ডিং ঘরের ছাদে গিয়ে রক্ষা পায়। হামলাকারীরা বাড়ীর আস পাশ ভাংচুরের পর, ঘরে ঢুকে প্রবাসীর কষ্টের উপার্জিত আলমিরাতে রক্ষিত ৫ লাখ টাকা ও মেয়ে ও তার মায়ের প্রায় ১০ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান।
তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও নাঙ্গলকোট থানার পুলিশের সহযোগীতা কামনা করেছেন। সরেজমিন গিয়ে অভিযুক্তদেরকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি। তবে অভিযুক্তরা ভাংচুর করার একটি ভিডিও প্রতিনিধির হাতে রয়েছে।
এ ব্যাপারে গতকাল শনিবার নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- ফোন দিয়েছে ঘটনাস্থল থেকে তখন পুলিশ গিয়েছে ওই খানে। দুই পক্ষের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।