নাঙ্গলকোটে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল উপজেলার শেখ রাসেল মিনি স্টোডিয়ামে সারাদিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক মো. আশরাফুল আলম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আশরাফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হক, কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার মুক্তা, সমবায় কর্মকর্তা মো. জামাল হোসেন প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, খামারি আলমগীর কবির সোহেল, সামছুল আলম বাদল, ডেইরী এ্যাসোসেশান সভাপতি বেল্লাল হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান স ালনা করেন মো. ছালেহ আহম্মদ পাটোয়ারী।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!