নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লাার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউপির সোন্দাইল গ্রামে সুমনের বাড়ীতে সোমবার রাতে এলাকার কয়েক জন যুবক হামলা চালিয়ে বসতঘর ও টিনের ব্যাড়া ভাংচুর করেছেন। এমসয় সুমনের স্ত্রী শিমা বেগমকে ও হামলাকারীরা মারধর করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন-সোমবার রাত ১০ টার সময় স্থানীয় মিলন, জিয়াদ, শাকিল, শাখায়েত সহ ১০ /পনের জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র -সস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বসত ঘর ভাংচুর করেন এবং ঘরে ডুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এ বিষয়ে স্থানীয় মেম্বার অহিদুর রহমান বলেন- এখানে মাদক সেবন করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে এলাকার কিছু যুবক এক সাত হয়ে ৪ মাদক সেবনকারীকে আটক করেছে। এসময় তাদের কাছে মাদক সেবনের আলামত ও পাওয়া যায়। বাড়ীঘর যারা ভাংচুর করেছে। তাদের বিচার সামাজিক ভাবে হবে। অভিযুক্ত ব্যাক্তি মিলনের বাবা মো: মহিন উদ্দিন বলেন- এখানে মাদক ও অসামাজিক কর্মকান্ড হওয়ায় যুব সমাজ প্রতিবাদ করেছে। এবিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিক বার ফোন দিয়েও তার বক্তব্য নেয়া সম্ভাব হয়নি।