নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে মোঃ শহীদুল ইসলাম শামীম আহম্মেদ নামের এক মানবাধিকার কর্মী। শামিম নাঙ্গলকোট সিজিয়ারা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। শামিম জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। ব্যবসার পাশাপাশি তিনি একটি মানবাধীকার প্রতিষ্ঠানের হয়ে বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারধর করে ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর চালায়, এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশে থাকা নগদ অর্থ ও মালামাল নিয়ে গেছে অভিযোগ করেন তিনি। সন্ত্রাসীরা কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা যুবরীগের সাথে জড়িত রয়েছে বলে জানাগেছে।
সিজিয়ারা বাজার ও এলাকার লোকজন জানান, বাজারে মাঃ শামীম আহম্মেদ এর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে একটি সন্ত্রাসী গ্রুপ।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইউসূফের অনুসারীর মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। নাঙ্গলকোট থানার ওসি জানায়, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এলাকার সর্বস্তরের জনগণ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।