নাঙ্গলকোটে স্বামী স্ত্রীর ঝগড়ার বলি হলো অন্যের কন্যা শিশু
- তারিখ : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / 437
মো: ওমর ফারুক :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জোড্ডা পূর্ব ইউপির শংকরপুর গ্রামে রোববার দুপুরে সোবহানের ছেলে রোবেল হোসেন ও স্ত্রী শিরিনের ঝগড়ার বলি হলেন -অবুজ দুই বছরের কন্যা শিশু জান্নাত আক্তার।
দুপুরে রোবেল হোসেন তার স্ত্রী শিরিনকে মারধর করে গলা টিপে ধাক্কা দিয়ে মাটিতে ফেলার সময় নানার বাড়ীতে বেড়াতে আসা শিশু জান্নাত শিরিনের শরীরের নিছে পড়ে ঘাড় ভেঙ্গে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত জান্নাতের মা লাকী বেগম বলেন- গত ৫ দিন আগে উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে দুই সন্তানসহ বাপের বাড়ী শংকরপুর গ্রামে বেড়াতে আসি।
রোববার দুপুরে তার মেয়ে জান্নাত ও ঘাতক রোবেলের ভাই রাজুর মেয়ে তোহার সাথে খেলা করতে যায়। এরপর চিৎকার শুনে পাশের বাড়ীতে গিয়ে দেখি জান্নাত শিরিনের বুকের নিছে পড়ে আসে।
নাঙ্গলকোট থানার পরিদর্শক রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় আনা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।