মোঃ দেলোয়ার হোসেন মজুমদার :
নতুন সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে অঘোষিত ধর্মঘটে পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক থাকলেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একদল পরিবহন শ্রমিক সড়ক অবরোধ করে নৈরাজ্যের অপচেষ্টা চালায় । খবর পেয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার পদুয়ার বাজার বিশ্বরোডে আসলে ধর্মঘটের নামে নৈরাজ্যকারিরা পালিয়ে যায়। মুহুর্তের মধ্যেই সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে। অঘোষিত ধর্মঘটের নামে পরিবহন শ্রমিকরা যাতে মহাসড়কে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, তাৎক্ষণিক ফোন করে কুমিল্লার পরিবহন নেতাদের সে ব্যাপারে হুশিয়ার করে দেন এমপি বাহার । তিনি বলেন,কুমিল্লা শান্তির শহর। শান্তির কুমিল্লাকে অশান্ত করতে দেয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার বদ্ধপরিকর। সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। এ দিকে যান চলাচল কম থাকায় গন্তব্যে পৌঁছাতে কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষ। বিদ্যমান আইন চ্যালেঞ্জ করে যান চলাচল বন্ধ রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।