পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে কুমিল্লার পাকামুড়ায় বিভিন্ন প্রজাতির গাছ কর্তন

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাকামুড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে কৃষক খলিল মিয়ার বিভিন্ন প্রজাতির ৩০ টি গাছ কেটে নিয়েছে একই গ্রামের শাহজাহান গংরা।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের পাকামুড়া গ্রামে কৃষক খলিল মিয়া তার মাছের প্রজেক্টের পাড়ে বহু কষ্ট করে মেহগনি, রেনট্রি কড়ই সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগান।

প্রায় এক বছর পরিচর্চার ফলে গাছগুলো ১৫/২০ ফিট লম্বায় পরিনত হয়। গত বিশ জুন রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জের ধরে পাকামুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহজাহানের নেতৃত্বের আব্দুল হাই, আব্দুর রহিম সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সন্ত্রাসী নিয়ে গাছগুলো কেটে নিয়ে যায়। এতে কৃষক খলিল মিয়ার প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় সাতাশ জুন ভুক্তভোগী কৃষক খলিল মিয়া বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ০১ নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। কোতয়ালী সি আর নং- ৫০৯/২০২১খ্রিঃ। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!