প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব’র সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

দেলোয়ার হোসেন জাকির :

মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থা প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এর সাথে চা-চক্র ও মতবিনিময় করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির অনুষ্ঠান শেষে কুমিল্লা মহাসড়কের কাবিলায় মিয়ামি রেস্তোরায় কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে এক চা-চক্র ও মতবিনিময় করেন নেত্রীবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব ও আবুল কালাম আজাদ এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের বিভিন্ন কার্যক্রমের কথা শুনে খুব খুশি হন এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে চলার অনুপ্রেরণা দেন।
আবুল কালাম আজাদ প্রত্যাশা করেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ভূমিকা রাখবে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির নেত্রীবৃন্দকে বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির পক্ষে আবুল কালাম আজাদ ও সাইফুল আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময়ে অংশ নেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ইনকিলাব কুমিল্লা প্রতিনিধি সাদিক হোসেন মামুন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর ও জয়যাত্রা টেলিভিশন কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুারো ও আরটিভির প্রতিনিধি আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকালের খবর কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!