০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী নিলামে দিলেন ডিএনসিসি মেয়র

  • তারিখ : ০১:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • / 536

অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বেশ কয়েকটি দোকানের মালামাল বিক্রি করে দেওয়া হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এরপর একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে ভর্ৎসনা করা হয় এবং ২০ টন রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্পট নিলামে তুললে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এর মধ্যে মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে ট্যাক্স-ভ্যাট বাবদ আরও সাত হাজার টাকা দেন তিনি।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা ব্যবসা করেন কোনও সমস্যা নেই। কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনও ব্যবসা পরিচালনা করা যাবে না।’

প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।’

শেয়ার করুন

ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী নিলামে দিলেন ডিএনসিসি মেয়র

তারিখ : ০১:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০

অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বেশ কয়েকটি দোকানের মালামাল বিক্রি করে দেওয়া হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এরপর একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে ভর্ৎসনা করা হয় এবং ২০ টন রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্পট নিলামে তুললে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এর মধ্যে মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে ট্যাক্স-ভ্যাট বাবদ আরও সাত হাজার টাকা দেন তিনি।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা ব্যবসা করেন কোনও সমস্যা নেই। কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনও ব্যবসা পরিচালনা করা যাবে না।’

প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।’