বরুড়ায় কৃষক আওয়াল মিয়ার ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলার বরুড়ায়ও কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বড়ুরার ছেলে মোঃ ইসমাইল হোসেন মোল্লার নেতৃত্বে কৃষকের ধান কাটা হয়। গতকাল মঙ্গলবার উপজেলার শিলমুড়ি ইউনিয়নের জীবনপুর গ্রামে কৃষক আওয়াল মিয়ার ৮৮ শতক পাকা ধান কটেন নেতাকর্মীরা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করুণা ভাইরাসের প্রভাবে ও কৃষিশ্রমিকের সংকটের কারণে বিপাকে পড়েছেন অনেক কৃষক।

কৃষি শ্রমিকের অভাবে ধান কাটতে পারে না এমন কৃষকের পাশে দেশব্যাপী দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। কুমিল্লায় উত্তরবঙ্গের কৃষি শ্রমিক পাওয়া যেত। কিন্তু করুনা ভাইরাসের প্রভাবে উত্তরবঙ্গের শ্রমিক না থাকায় বিপাকে পড়েছেন কুমিল্লার অনেক প্রান্তিক কৃষক। বরুড়া উপজেলার জীবন পুর গ্রামের কৃষক আওয়াল মিয়াও বিপাকে পড়েছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক আওয়াল মিয়ার ধান কেটে পাশে দাঁড়িয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান কে সামনে রেখে কৃষি বান্ধব নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের আহবানে আমরা অসহায় গরীব কৃষকের পাশে দাঁড়িয়েছি।

ধান কাটায় বরুড়া উপজেলা ছাত্রলীগ, বরুড়া পৌরসভা ছাত্রলীগ, বরুড়া শহীদ স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগ অংশগ্রহণ করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন সাগর প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!