এমদাদুল হক সোহাগ :
অনুর্ধ ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্বপ্নের বিশ্বকাপ জয়ের নেপথ্যের অন্যতম সফল নায়ক কুমিল্লার কৃতি সন্তান ফয়সাল হোসেন ডিকেন্সকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার গফুর ভূঁইয়া মেনশন এর সামনে রেসকোর্স ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে তার নিজ এলাকার বাসিন্দারা ওই সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রেসকোর্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, রেসকোর্স ওয়েলফেয়ার সোসাইটি প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি এনায়েত উল্লাহ, সহ সাধারন সম্পাদক ওকুমিল্লা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ, কামাল কাশেম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল রহমান মামুন, সংবর্ধিত অতিথি ফয়সাল হোসেন ডিকেন্সের গর্বিত বাবা তোফাজ্জল হোসেন প্রমূখ। ফয়সাল হোসেন ডিকেন্স তার বক্তব্যে বলেন আমি যা করেছি তা দেশের জন্য করেছি, কুমিল্লাবাসীর জন্য করেছি। ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য আপনাদের সহযোগীতা এবং দোয়া চাচ্ছি। অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম ভূঁইয়া, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্য ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আগা বাসেত সহ রেসকোর্স এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংবর্ধিত অতিথি কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, আমাদের সন্তান ফয়সাল হোসেন ডিকেন্স বাংলাদেশের ঐতিহাসিক অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বকাপ জয়ে তার অক্লান্ত পরিশ্রম এবং দূরদর্শী পরিকল্পনা যুবাদের বিশ্বকাপ জয়ের অন্যতম শক্তি ও মন্ত্র হিসেবে কাজ করেছে। আমরা তার সাফল্যে ও নৈপুণ্যে আনন্দিত-উচ্ছ্বসিত। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।