বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

আরিফ গাজী :

“যে ব্যক্তি একটি জীবন বাঁচায় সে সমস্ত মানবজাতিকে রক্ষা করে” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে বিকাল পর্যন্ত কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন, পরিচালক সরোয়ার আলম, অর্থ সম্পাদক রায়হান, প্রচার সম্পাদক শাহ পরান, কুমিল্লা জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, মুরাদনগর উপজেলা প্রতিনিধি শামীম, নিলয়, মাহিনসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। 

তারা বিনামূল্যে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করেছে। আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যুব সমাজ হচ্ছে একটা দেশের বড় শক্তি। তারা ভালো কাজে এগিয়ে আসলে দেশ দ্রুত এগিয়ে যাবে।

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। অধিকাংশ মানুষই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত না। বিশেষ করে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীরাও জানে না তাদের রক্তের গ্রুপ কি? এজন্য আমরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!