কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম বাপ্পি :

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখায় ৪ ব্যক্তি এবং ২ প্রতিষ্ঠানকে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আয়শা সিদ্দিকা, মেডিকেল অফিসার ডাঃ মোহতারীমা তাবাসসুম শিমু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী পরিবার
পরিকল্পনা কর্মকর্তা খাদিজাতুল কোবরা। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!