বাঙালীর অর্থনৈতিক মুক্তির কথা ভাবতেন বঙ্গবন্ধু – এমপি বাহার

দেলোয়ার হোসেন জাকির :

কুমিল্লা জেলা স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ এর আয়োজনে “চিরঞ্জীব বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট সোমবার সকালে কুমিল্লা মহিলা কলেজ অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

সভাপতিত্ব করেন কুমিল্লা লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী। “চিরঞ্জীব বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনৈতিক দূরদর্শি একজন মানুষ, তিনি শুধু বাংলাদেশ ও বাঙালীর স্বাধীনতার চিন্তাই করেননাই, বাঙালীর জাতির অর্থনৈতিক মুক্তির বিষয়ে তিনি ছিলেন সচেতন। দেশ স্বাধীন হওয়ার পর পরই বিধ্বস্ত একটি দেশকে স্বল্প সময়ে পৃথিবীর বুকে দাড় করাতে সক্ষম হয়েছিলেন। এমপি বাহার বলেন, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারন করতে হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন লালমাই সরকারী কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা জেলা স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের সভাপতি প্রফেসর মৃনাল কান্তি গোসামী, বক্তব্য রাখেন, কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামাল নাছের, প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো: আবুল হোসেন, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ তালুকদার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়েদ মুন্সী, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মেহেরুন্নেসা, অধ্যাপক ড. শাহানাজ বেগম, অধ্যাপক মশিউর রহমান ভূইঁয়া, প্রফেসর কাজী মো: মুজিবুর রহমান প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!