দেলোয়ার হোসেন জাকির :
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব মো: কেরামত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনসূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) প্রণীত ২০১৭ সালের ৪ নং আইন ৭(১) এর (৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে বার্ড, কুমিল্লার পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে তিন বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়।