০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

বায়ু দূষণের কারণে মাঠে বমি করেছিলেন বাংলাদেশের ২ খেলোয়াড়

  • তারিখ : ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / 1123

অনলাইন ডেস্ক :
ভয়ঙ্কর রকম বায়ুদূষণে ধুঁকছে দেশের ভারতের রাজধানী দিল্লি। সেই দূষণ পরিস্থিতি উপেক্ষা করেই গত রবিবার সেখানে নির্ধারিত ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজন করা হয়। কিন্তু দেখা যায়, নয়া দিল্লিতে ম্যাচ চলাকালীনই মাঠের মধ্যে অসুস্থ বোধ করে বমি করতে শুরু করেন সৌম্য সরকার এবং আরও একজন বাংলাদেশের ক্রিকেটার।

এমন তথ্য জানানো হয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে।

দীপাবলির পর নয়া দিল্লিতে বায়ু দূষণের মাত্রা আরও অবনতি হয়েছে। তবু সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলানো হয়েছিল। তবে শুধু ভারতীয় দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিংই নয়, বায়ুদূষণের মতো প্রতিকূল অবস্থার বিরুদ্ধে যুঝে সাত উইকেট ও তিন বল বাকি থাকতেই ওই টি-টোয়েন্টি ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ।

ম্যাচের পরে মুশফিকুর রহিম বলেছিলেন, ভারতে আসার পর থেকেই তাঁর দলের এখানকার আবহাওয়া পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে যা অত্যন্ত অসুবিধাজনক। তবে মাঠে বমি করার তথ্য এর আগে প্রকাশিত হয়নি।

মুশফিকুর সাংবাদিকদের বলেন, “আমাদের খুব খারাপ পরিস্থিতির মধ্যেই খেলতে হয়েছিল। ভারতে এসে পৌঁছানোর মুহুর্ত থেকেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তবু আমরা খারাপ আবহাওয়াজনিত পরিস্থিতির মোকাবিলা করেই ম্যাচের দিন নিজেদের উজাড় করে দিই”।

এদিকে, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লির দুঃসহ দূষণ পরিস্থিতির মধ্যেও টি-টোয়েন্টি খেলায় অংশ নেওয়ার জন্য উভয় দলকেই ধন্যবাদ জানান। তিনি টুইট করে জানান, ‘‘কঠিন পরিস্থিতিতে খেলায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ উভয় দলকেই। বাহবা বাংলাদেশকে।”

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামী বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা হবে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশকে রোখার জন্যে এবার সর্বশক্তি নিয়ে মরণপণ লড়াইয়ে নামতে চায় টিম ইন্ডিয়া।
সূত্র :
যমুনা টিভি

শেয়ার করুন

বায়ু দূষণের কারণে মাঠে বমি করেছিলেন বাংলাদেশের ২ খেলোয়াড়

তারিখ : ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক :
ভয়ঙ্কর রকম বায়ুদূষণে ধুঁকছে দেশের ভারতের রাজধানী দিল্লি। সেই দূষণ পরিস্থিতি উপেক্ষা করেই গত রবিবার সেখানে নির্ধারিত ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজন করা হয়। কিন্তু দেখা যায়, নয়া দিল্লিতে ম্যাচ চলাকালীনই মাঠের মধ্যে অসুস্থ বোধ করে বমি করতে শুরু করেন সৌম্য সরকার এবং আরও একজন বাংলাদেশের ক্রিকেটার।

এমন তথ্য জানানো হয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে।

দীপাবলির পর নয়া দিল্লিতে বায়ু দূষণের মাত্রা আরও অবনতি হয়েছে। তবু সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলানো হয়েছিল। তবে শুধু ভারতীয় দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিংই নয়, বায়ুদূষণের মতো প্রতিকূল অবস্থার বিরুদ্ধে যুঝে সাত উইকেট ও তিন বল বাকি থাকতেই ওই টি-টোয়েন্টি ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ।

ম্যাচের পরে মুশফিকুর রহিম বলেছিলেন, ভারতে আসার পর থেকেই তাঁর দলের এখানকার আবহাওয়া পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে যা অত্যন্ত অসুবিধাজনক। তবে মাঠে বমি করার তথ্য এর আগে প্রকাশিত হয়নি।

মুশফিকুর সাংবাদিকদের বলেন, “আমাদের খুব খারাপ পরিস্থিতির মধ্যেই খেলতে হয়েছিল। ভারতে এসে পৌঁছানোর মুহুর্ত থেকেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তবু আমরা খারাপ আবহাওয়াজনিত পরিস্থিতির মোকাবিলা করেই ম্যাচের দিন নিজেদের উজাড় করে দিই”।

এদিকে, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লির দুঃসহ দূষণ পরিস্থিতির মধ্যেও টি-টোয়েন্টি খেলায় অংশ নেওয়ার জন্য উভয় দলকেই ধন্যবাদ জানান। তিনি টুইট করে জানান, ‘‘কঠিন পরিস্থিতিতে খেলায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ উভয় দলকেই। বাহবা বাংলাদেশকে।”

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামী বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা হবে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশকে রোখার জন্যে এবার সর্বশক্তি নিয়ে মরণপণ লড়াইয়ে নামতে চায় টিম ইন্ডিয়া।
সূত্র :
যমুনা টিভি