বিশিষ্ট সমাজ সেবক হাফিজ উল্লাহ খোকনের নিজস্ব অর্থায়নে ১২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনা ভাইরাস প্রভাবে সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা হাফিজ উল্লাহ খোকন। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজ উল্লাহ খোকন বর্তমানে দুবাই প্রবাসে থেকেও দেশের এ ক্রান্তিকালে সমাজের অসহায় মানুষের সেবায় পিছপা হননি।

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ১২’শ অসহায় পরিবারের মাঝে বিশিষ্ট সমাজ সেবক হাফিজ উল্লাহ খোকনের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বছরের অন্যান্য সময়ও তিনি স্বার্থহীনভাবে এলাকার হত দরিদ্রদের মাঝে আর্থিক সহযোগিতা করেন বলে জানায় স্থানীয়রা। ।

১২ মে মঙ্গলবার দুপুরে পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর আক্তার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন,সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী,পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু ।

কুমিল্লা এসডি নিউজ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন,করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। ফলে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে।সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। অনেকে ব্যক্তি উদ্যোগেও মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।হাফিজ উল্লাহ খোকন তাদের মধ্যে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের বৃত্তবানদের হাফিজ উল্লাহ খোকনের মতো এগিয়ে আসার আহবান জানিয়েছেন গোলাম সারওয়ার।

এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনতাজ খান,উপজেলা আওয়ামীলীগের সহ-দফতর সম্পাদক ও পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এ আউয়াল,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, সদস্য গোলাম মর্তুজা সর্দার,আওয়ামীলীগ নেতা ডাঃ কাজী ফজল, কাউসার মাস্টার,শহিদ উল্লাহ মাস্টার, দেলোয়ার মেম্বার,উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন,হানিফ চৌধুরী,পূর্ব জোড়কানন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক হাজী সোহেল রানা,পশ্চিম জোড়কানন ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহবায়ক জাফর আহম্মেদ,যুবলীগ নেতা বিল্লাল হোসেন,হুমায়ন,এমদাদ,রবিউল, কুদ্দুস,হারিছ,উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন অপু,ইকবাল হাসান তুহিন,কুবি ছাত্রলীগ নেতা হাসান,স্থানীয় ছাত্রলীগ নেতা মনির,সাদ্দাম,নাহিদ,মিঠু,,রাজিব,রায়হান,পলাশ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!