নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম শুক্রবার ভোরে তাঁর নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে তিনটায় নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দে গার্ড অব অনারের মাধ্যমে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকভাবে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। ২ নং সেক্টরের যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্বে দেন। তিনি পাক বাহিনীকে পরাস্ত করার লক্ষে টাইগার বাহিনী গঠন করেন এবং এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ।
এই জন্য টাইগার সিরাজ নামেও খ্যাত ছিলেন। দেশ প্রেমকে মনে ধারন করে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘর ও মন্ত্রণালয়ের উদ্যোগে প্রদর্শিত ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রোগ্রামে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি,কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউল আলম বাবুল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. ফিরোজ মিয়া,কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,সাধারণ সম্পাদক শাহ ফয়সাল কারীম সহ সদর দক্ষিণ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।