- আপডেটঃ June, 21, 2020, 8:29 pm
- 355 ভিউ
মো.জাকির হোসেন ।।
রোববার কুমিল্লার বুড়িচং উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহের ফলাফলের পজেটিভ এসেছে ৭ জনের। এ উপজেলায় করোনা সংক্রমণে আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা দিনদিন হুহু করে বেড়ে চলছে। অবিজ্ঞ মহল মনে করছে বিধি নিষেধ সামাজিক দূরত্ব সঠিক ভাবে জনসাধারণ মানছেনা যার ফলে আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছে। বাঁচতে হলে অামাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু জানান রোববার করোনা ভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহের পরীক্ষার ফলাফল এসেছে। এতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নমুনা সংগ্রহ কৃতদের মধ্যে ৭ জনের ফলাফল এসেছে। ফলাফলে করোনা ভাইরাস সংক্রমণের পজেটিভ এসেছে তারা হলো বুড়িচং সদরের এ বি এম মোস্তাফিজুর রহমান, ষোলনল ইউনিয়ন এর মিথিলা পুর গ্রামের হোসনে আরা বেগম, পীর যাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দ পুর গ্রামের মারিয়া আক্তার, একই গ্রামের জাকারিয়া ভূইয়া, বাকশীমুল ইউনিয়ন এর বাকশীমুল গ্রামের শরিফুল ইসলাম, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ভারেল্লা গ্রামের ইউসুফ মিয়া, মোকাম ইউনিয়ন এর পরিহল পাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন।
আরো পড়ুন....