মো. জাকির হোসেন ।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর চড়ানল এলাকায় রোববার বিকালে অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। রোববার রাতে এ ঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় এবং সোমবার সকালে আটক মাদক ব্যবসায়ীদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, বুড়িচং থানার এ এস আই মেজবাহ উদ্দিন, এ এস আই মোঃ আব্দুল্লাহ আল মামুনসঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের কুমিল্লা – বাগড়া সড়কের উপর চৌধুরী ব্রীজের পাশে রোববার আনুমানিক রাত দেড়টায় ৪ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল দক্ষিণ চৌধুরী পাড়ার মো: আবু শাহীনের ছেলে জিন্নাহ চৌধুরী(জিন্নাত ২৩),কুমিল্লা শাসনগাছা এলাকার মৃত: সুলতান মিয়ার ছেলে আলাল হোসেন(২৮) ও অপরজন পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়ার মো: শাহ জাহানের ছেলে মোঃ আসলাম হোসেন (৪৫)।
এ ঘটনায় বুড়িচং থানায় মাদক অাইনে মামলা দায়ের করা হয়েছে।