মো.জাকির হোসেন।।
র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এসময় মোটরসাইকেল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার এক সংবাদ বিজ্ঞোপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার কুমিল্ল¬ার বুড়িচং থানাধীন কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের কাছ থেকে ৪ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, জেলার দেবিদ্বার থানার চরবাখর গ্রামের মাঞ্জুরুল ইসলাম এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৪), কোতয়ালী মডেল থানার বদই গ্রামের মোঃ শাহ জাহান এর ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (১৯), বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামের আবদুল হক এর ছেলে মোঃ ফজলে রাব্বী (১৯)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেটের মাধ্যমে চোরাই মোটরসাইকেল কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।