ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সদর দক্ষিণে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার কুমিল্লা সদর দক্ষিণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই ম্যারাথনে অংশগ্রহণকরীরা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হয়ে টি-শার্ট গ্রহণ করে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পায়রা ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন এর শুভ উদ্বোধন করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ থেকে চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ (৫ কিঃমিঃ) বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে প্রায় দেড় হাজার বিভিন্ন বয়সের মানুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ম্যারাথন প্রোগ্রামটি ড্রোন ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছে এবং জনপ্রিয় নিউজ পোর্টাল কুমিল্লা এসডি নিউজ ম্যারাথন প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করেছে।

অনলাইনে রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীদের জন্য ক্যাটাগরি ভিত্তিক ম্যারাথনে বিজয়ী ১০০ জনকে মেডেল প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আরাফাত,সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,সহ-সভাপতি হাসমত উল্লাহ হাসু চেয়ারম্যান,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি, চৌয়ারা ইউপি চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ, বিজয়পুর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ, গলিয়ারা উত্তর ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান, দক্ষিণ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান,সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্টহান্ট ক্রিকেট একাডেমীর সমন্বয়ক আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন,সদস্য জামাল পোদ্দার,জাফর আহম্মেদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, আমান উল্লাহ আমান, সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন, স্বপন সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা / কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

** এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । **

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!