নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজার এলাকার যানজট নিরসনে বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা।
এ সময় বাজারের অনেক দোকান মালিকদের দোকানের বাইরে বর্ধিত অংশে (ফুটপাতে) ব্যবসা না করার জন্য সতর্ক করা হয়। এসময় বাজারের মৃত তরপ খা এর ছেলে মোঃ জলিল খা নামে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, বাজারের যানজটের যন্ত্রনায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। বুধবারের মধ্যে যদি কোন দোকানেকে বর্ধিত অংশ (ফুটপাতে) পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ১০ হাজার টাকা জরিমানা নেওয়া হবে।