ব্রাহ্মনপাড়ায় শাটার বন্ধ করে বিকিকিনি- জরিমানা আদায়

মাহফুজ নান্টু: বাইরে থেকে দোকানের শাটার বন্ধ। ভেতরে ক্রেতা-বিক্রেতার নতুন পোষাক বেচা কেনা চলছে। বাইরে থেকে দেখে বুঝার উপায় নেই ভেতরে চলছে দর কষাকষি। এমন ঘটনা কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলায়। পরে আজ বেলা ১১ টায় অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ও সহজকারী কমিশনার(ভূমি) জাফর সাদিক চৌধুরী।

সূত্র জানা যায়, কোভিড ১৯ করোনা সংক্রমন প্রতিরোধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। যেখানে নির্দেশনা ছিলো আজ সোমবার থেকে ব্রাহ্মনপাড়া উপজেলায় জরুরী পন্যর দোকান ছাড়া সব ধরনের দোকান শপিং মল বন্ধ থাকবে। এমন আদেশ উপেক্ষা করে ব্রাহ্মনপাড়া সদর ও আশেপাশে বেশ কয়েকটি দোকানী ক্রেতা ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে শাটার বন্ধ করে দেয়। বিকিকিনি শেষ হলে নতুন ক্রেতাকে ভেতরে প্রবেশ করিয়ে আবারও বিকিকিনি করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, আমি খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাফর সাদিক চৌধুরীসহ অভিযান পরিচালনা করি। এ সময় ৯ টি মামলায় ২৮ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করি। এছাড়াও দোকানীদের সর্তক করে দেই।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা আরো জানান, করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যহত থাকবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!