ভ্যাট সংক্রান্ত জটিলতা নিয়ে কুমিল্লা দোকান মালিক সমিতির বিশেষ সভা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় ব্যবসায়ীদের সাথে ভ্যাট সংক্রান্ত জটিলতা নিয়ে বিশেষ সাধারণ সভা করেছে কুমিল্লা দোকান মালিক সমিতি। রবিবার ২৩ আগস্ট রাত সাড়ে ৮টায় কুমিল্লা নগরীর ফাইন্ড টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীদের সাথে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে সাথে জটিলতা নিরসনে কুমিল্লা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা আলোচনা করেন।

ব্যবসায়ীবৃন্দ বলেন, করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারনে সকল প্রকার ব্যবসায় ধ্বস নেমেছে, দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে ছোট-বড় সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছে, এখনো ব্যবসায়ীরা স্বভাবিক হতে পারে নাই। এই অবস্থায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে উচ্চহারে ভেট দেওয়ার জন্য ব্যবসায়ীদের চাপ দেওয়া হচ্ছে। যা কুমিল্লার সাধারণ চোচ ব্যবসায়ীদের পক্ষে দেওয়া সম্ভব না।

এ বিষয়ে আলোচনা করে ভ্যাট সংক্রান্ত জটিলতা সমাধানে এ সভা করেছে কুমিল্লা দোকান মালিক সমিতি।

কুমিল্লা দোকান মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় সমিতির সভাপতি সানাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সহ সভাপতি আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন সহ কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!