মহানগর যুবলীগ নেতা অপু’র নেতৃত্বে করোনা টিকা নিবন্ধনে পাড়া-মহল্লায় কাজ করছে যুবলীগ

মাজহারুল ইসলাম বাপ্পি :

করোনা টিকা গ্রহনে উদ্বুদ্ধ করতে কুমিল্লা মহানগর যুবলীগ নেতা দুলাল হোসেন অপু’র নেতৃত্বে সিটির ২২নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় ও পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ টিকাদান কেন্দ্রে বিরামহীন ভাবে কাজ করছে ২২নং ওয়ার্ড যুবলীগ।

বৃদ্ধ নারী-পুরুষ সহ টিকা গ্রহনের উপযুক্ত সকল বয়সের লোকদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামীলীগ সহ দলীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে গত কয়েকদিন যাবত টিকা কার্ড নিবদ্ধনের কাজ করেছে যুবলীগ। যুবলীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ।

যুবলীগ নেতা দুলাল হোসেন অপু জানান,কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার ভাই এর নির্দেশে করোনাকালীন পরিস্থিতিতে মাঠে থেকে কাজ করছে যুবলীগ। জনগণের দোরগোড়ায় করোনা টিকা পৌঁছে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মানবতার পাশে থেকে করোনাকালীন সময়ে যুবলীগের সমাজ সেবা মূলক সকল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন যুবলীগ নেতা দুলাল হোসেন অপু।

এ ছাড়াও ২২নং ওয়ার্ডে যুবলীগের কার্যক্রম উপ-কমিটিতে ছিলেন ২২নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক শিমুল ঘোষ, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, নাজমুল হাসান, হানিফ মিয়া দুলাল, ফারুক আহমেদ, ফয়েজ আহমেদ বুলু, কবির হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল কাদের, সুমন মিয়া, ফাহিম মজুমদার অয়ন, সদস্য মিঠু,

সাইফুল, নাজমুল, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, জসিম, হাসান মুন্সি, হুমায়ুন কবির, বাপ্পি, মিজানুর রহমান, আফজল, সুমন দাশ, মাসুম, মানিক, আব্দুল কাইয়ুম, ফারুক চৌধুরী, ইঞ্জিঃ শাহ আলম, নাজমুল হাসান সুমন ও সাব্বির। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও করোনা টিকা নিবন্ধন কাজে সহযোগিতা করেছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!