মেস ভাড়া মওকুফের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

স্বকৃত গালিব,কুবি প্রতিনিধি :
মহামারি করোনা ভাইরাসের এ সংকটকালে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে কুুমিল্লার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। কুবি নৃবিজ্ঞান ১১ ব্যাচের আবুল হাসানের সঞ্চালনা কুুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় কুুমিল্লা শহরের টাউন হলে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কুুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুুমিল্লা সরকারি মহিলা কলেজসহ কুুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, “করোনা পরিস্থিতিতে এমনিতেই অনেক পরিবার সংকটে আছে। তার উপর মেস মালিকরা ফোন করে ভাড়া চেয়ে হয়রানি করছেন। ভাড়া না দিলে হুমকিও দিচ্ছেন। অনেকে মানসিক হয়রানি করছেন। শিক্ষার্থীরা সবসময় অবহেলিত। অবিলম্বে মেস ভাড়া ও বাসা ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।”

মেস ভাড়া মওকুফে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা জানতে চাইলে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “মেস ভাড়া সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। তবে পরিস্থিতির কারণে মেস মালিকদের সাথে বসা যাচ্ছেনা। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে কয়েকদিনের মধ্যে ব্যবস্থা নিব।”

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!