যুদ্ধাপরাধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত – মুজিবুল হক এমপি

সোহাগ মিয়াজী :

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতা বিরোধী দোষর জামায়াত ইসলামী এদেশের স্বাধীনতার বিরোধীতা করেছেন। দুখের বিষয় এই স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে বিএনপি আজ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। তিনি শনিবার কুমিল্লা জেলা প্রথম মুক্তাঞ্চল চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘির পাড়ে মুক্তিযুদ্ধের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।

মুক্তাঞ্চল স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, জেলা আ’লীগ নেতা আলী হোসেন, পৌর মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এছাক খাঁন, সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিবুল আলম মজুমদার কানন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মুজিবুল হক, ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া, আ’লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আরমগীর হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, সদস্য নজির আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল,চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন মুজিবুল হক এমপি। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!