০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

যুবলীগ কর্মী জিল্লুর হত্যা মামলার আরেক আসামি গ্ৰেফতার

  • তারিখ : ১০:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / 1689

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার ১০ নম্বর আসামি মো. নুরুল ইসলাম নুরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নুরু মিয়া নগরীর চৌয়ারা হাজী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

তিনি বলেন, ‘আমরা মামলাটির দায়িত্ব পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১০ নম্বর আসামি নুরু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে ওই আসামির হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বুধবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি না করে জেলহাজতে পাঠানো হয়। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী সদর দক্ষিণ থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে পিবিআই।

শেয়ার করুন

যুবলীগ কর্মী জিল্লুর হত্যা মামলার আরেক আসামি গ্ৰেফতার

তারিখ : ১০:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার ১০ নম্বর আসামি মো. নুরুল ইসলাম নুরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নুরু মিয়া নগরীর চৌয়ারা হাজী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

তিনি বলেন, ‘আমরা মামলাটির দায়িত্ব পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১০ নম্বর আসামি নুরু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে ওই আসামির হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বুধবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি না করে জেলহাজতে পাঠানো হয়। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী সদর দক্ষিণ থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে পিবিআই।