দেলোয়ার হোসেন জাকির।।
লকডাউন মেনে চলায় কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানালেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
বুধবার (১৪ এপ্রিল) লকডউনের প্রথম দিন বেলা সাড়ে ১১ টা থেকে এমপি বাহার কুমিল্লা সদর উপজেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা ঘুরে দেখেন।
এ সময় নানহ কাজে বের হওয়া মাসুষজনকে বাড়ি ফিরিয়ে দেন ও চলাচলকৃত যানবাহকেও ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসন মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।
সদস্য সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লাবাসীকে লকডাউন মেনে চলার জন্য বলেন। তিনি বলেন করোনাভাইরাস সংক্রামন বাড়ছে তাই সরকারের নির্দেশনা মানতে হবে, স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলতে হবে।