লালমাই সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে শিক্ষক পরিষদের ফুল দিয়ে বরণ

সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী । অধ্যক্ষ হিসেবে যোগদানের পর সোমবার ছিল প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী’র প্রথম কর্মদিবস। সকাল নয়টায় অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের স্মৃতি মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় লালমাই সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সোলেমান চৌধুরীর নেতৃত্বে শিক্ষক পরিষদ অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী কে ফুল দিয়ে বরণ করে নেয়। এছাড়া হিসাব বিজ্ঞান,ব্যবস্থাপনা বিভাগ,মার্কেটিং বিভাগ ও ইংরেজী বিভাগ এর শিক্ষকবৃন্দ অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে। অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার কে শ্রদ্ধার সাথে স্বরণ করে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি মহোদয়ের আন্তরিকতায় লালমাই কলেজ সরকারি করণ হয়েছে। মন্ত্রী মহোদয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সকলে আন্তরিকতার সাথে কলেজের উন্নয়নে কাজ করতে হবে। প্রতিষ্ঠানটির ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ও শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!