লাশবাহী গাড়ির সাথে ঢাকা যাওয়ার পথে চান্দিনায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চান্দিনা প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনায় শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম সফু (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা অংশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ঢাকার মহাখালী এলাকার মৃত আলী আহাম্মেদের ছেলে।

জানা যায়, চাঁদপুরের রহিমানগর এলাকা থেকে শফিকুল তার শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে নিজের মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের নাওতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ জানান, কিছুটা জনমানবহীন এলাকায় দুর্ঘটনা ঘটায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি তথাপি ঘাতক গাড়িটিকেও আটক করা সম্ভব হয়নি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!