স্টাফ রিপোর্টার :
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর শাখা।
শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর শাখা।
দুপুর দেড়টায় কুমিল্লা প্রেসক্লাবে করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়াও দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে নগরীতে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সকল কর্মসূচীতে আমন্ত্রীতদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বলেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব আনায়ার হোসেন মিঠু।