০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সদর দক্ষিণের উত্তর রামপুরে ডাকাতির প্রস্তুতিকালে বরুড়ার দুই ডাকাত গ্রেফতার

  • তারিখ : ০৯:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / 1028

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী কুমিল্লা এসডি নিউজ ২৪ কে জানান, গতকাল দিবাগত রাত ৩ টায় উত্তর রামপুর এলাকায় সদর দক্ষিণ থানা পুলিশের মোবাইল টিম অন্ধকারে কয়েকজন লোককে ঘোরাঘুরি করাকালে চ্যালেঞ্জ করে।

তখন তারা দিগ্বিদিক দৌড়াদৌড়ি শুরু করলে তাদের মধ্যে দুইজনকে একটি মোটরসাইকেল সহ আটক করে। তাদের কাছে দুইটি ধারালো দা পাওয়া যায়। যা’ তারা ছিনতাই/ডাকাতি করতে ব্যবহার করে বলে জানায়। তারা সেসময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলেও স্বীকার করে। পলাতক কয়েকজনের নামও প্রকাশ করে।

তাদেরকে নিয়ে বিভিন্ন স্থানে সঙ্গীদের গ্রেফতারে ও অন্য ধারালো অস্ত্র সহ সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সবুজ (২৫), পিতা- মৃত আবু তাহের, সাং- খোশবাস, বরুড়া,কুমিল্লা এবং শরীফ হোসেন (২৭), পিতা – মৃত জয়নাল আবেদিন, সাং- মুগুজীপাড়া, থানা- বরুড়া, কুমিল্লা। আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণের উত্তর রামপুরে ডাকাতির প্রস্তুতিকালে বরুড়ার দুই ডাকাত গ্রেফতার

তারিখ : ০৯:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী কুমিল্লা এসডি নিউজ ২৪ কে জানান, গতকাল দিবাগত রাত ৩ টায় উত্তর রামপুর এলাকায় সদর দক্ষিণ থানা পুলিশের মোবাইল টিম অন্ধকারে কয়েকজন লোককে ঘোরাঘুরি করাকালে চ্যালেঞ্জ করে।

তখন তারা দিগ্বিদিক দৌড়াদৌড়ি শুরু করলে তাদের মধ্যে দুইজনকে একটি মোটরসাইকেল সহ আটক করে। তাদের কাছে দুইটি ধারালো দা পাওয়া যায়। যা’ তারা ছিনতাই/ডাকাতি করতে ব্যবহার করে বলে জানায়। তারা সেসময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলেও স্বীকার করে। পলাতক কয়েকজনের নামও প্রকাশ করে।

তাদেরকে নিয়ে বিভিন্ন স্থানে সঙ্গীদের গ্রেফতারে ও অন্য ধারালো অস্ত্র সহ সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সবুজ (২৫), পিতা- মৃত আবু তাহের, সাং- খোশবাস, বরুড়া,কুমিল্লা এবং শরীফ হোসেন (২৭), পিতা – মৃত জয়নাল আবেদিন, সাং- মুগুজীপাড়া, থানা- বরুড়া, কুমিল্লা। আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।