মাজহারুল ইসলাম বাপ্পি।।
কুমিল্লা সদর দক্ষিণের সীমান্তবর্তী কনেশতলা দূর্গাপুর এলাকা বিপুল পরিমাণ মাদক সহ মাহে আলম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। মাদকের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) কুমিল্লায় যোগদান করার পর মাদকের বিরুদ্ধে দেয়া হুশিয়ারী শ্লোগান ছিল “হয় মাদক ছাড়ো,না হয় কুমিল্লা ছাড়ো”এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে (২৫ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন গলিয়ারা ইউনিয়নের কনেশতলা দূর্গাপুর গ্রামে এএসআই জহির ও এএসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৯৫ বোতল কোডিন সিরাপ ও ৭ কেজি গাঁজা সহ মাহে আলম নামে এক যুবককে গ্রেফতার করে। এ মাদক সিন্ডিকেটের মূলহোতা জাকির ও জাহাঙ্গীর সহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী কুমিল্লা এসডি নিউজকে জানান,মাদক ব্যবসায়ী,মাদক সেবনকারী সহ মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।