মাজহারুল ইসলাম বাপ্পি :
করোনা পরিস্থিতি ও আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ১৫’শ জন দুস্থ, অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চাল বিতরণ কাজের উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
ইউএনও শুভাশিস ঘোষ বলেন,করোনা পরিস্থিতিতে সরকার মানুষের জীবন রক্ষায় কঠোর লকডাউন বাস্তবায়ন করছেন,একই সাথে দেশের কর্মহীন অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তাও পৌঁছে দিচ্ছেন। ইতিপূর্বে সদর দক্ষিণ উপজেলার ১৩’শ অটো-সিএনজি শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। পবিত্র ঈদ উল আযহা’কে সামনে রেখে পশ্চিম জোড়কানন ইউনিয়নে ১৫’শ সহ সদর দক্ষিণ উপজেলার সাত ইউনিয়নে ৯হাজার ৪’শ ১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও সমাজের মধ্যবিত্ত পরিবারের যে কেউ ৩৩৩ নাম্বারে ফোন দিলে উপজেলা প্রশাসন তাদের বাড়িতে খাবার পৌঁছে দিবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। সকলে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে সুস্থ থাকুন, পরিবার-পরিজনকেও সুস্থ রাখুন।
চাল বিতরণের সময় পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মাশিকুর রহমান সহ ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।