মোস্তাকিমুল নাফিস :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুন) ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী,পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির সভাপতি ও আয়োজক কমিটির আহবায়ক খন্দকার ফরিদা ইয়াসমিন।
তিনি কুমিল্লা এসডি নিউজকে বলেন , যুব উন্নয়ন সমিতির দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা দুই শতাধিক গরীব অসহায় মানুষকে সেবা প্রদান করেছি। চিকিৎসা সেবা পেয়ে সকলে আনন্দিত। আগামী দিনেও মানুষের কল্যাণে কাজ করে যাবো।
তিনি সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির উপদেষ্টা নাইমুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসিফ আহম্মেদ, ডাক্তার সিরাজুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজনীন আক্তার শর্মা, ডাক্তার জান্নাতুল ফেরদৌস দোলা, ডাক্তার তানভীর এলাহী সহ একাধিক মেডিকেল টিম ।