সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নে অর্থমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস সংক্রমণ জনিত সংকটকালীন সময় কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি’র ব্যক্তিগত তহবিল হতে দশ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ এর কাছে ৭’শ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ তুলে দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী,উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন অপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৃহস্পতি ও শুক্রবার বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহম্মেদ স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে ধারাবাহিকভাবে সকল ওয়ার্ডে অর্থমন্ত্রীর খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এতে সন্তোষ প্রকাশ করেন খাদ্য সামগ্রী পাওয়া লোকজন। এ ব্যাপারে বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ জানান, শুক্রবার বিকেলে অর্থমন্ত্রী মহোদয়ের দেয়া ৭’শ পরিবারের খাদ্য সামগ্রী সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। করোনা পরিস্থিতিতে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ এর অর্থায়নে বারপাড়া ইউনিয়নে প্রথম ধাপে১২’শ ২৫ পরিবার এবং দ্বিতীয় ধাপে ১ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এছাড়াও সরকারি সকল ত্রাণ সামগ্রীও মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!