মোস্তাকিমুল নাফিস।।
ইউনিয়ন পরিষদের বিভিন্ন সুরক্ষা ব্যবস্থাসমূহ ( করোনা ভাইরাস প্রতিরোধসহ) ব্যবস্থাপনা ও এলজিএসপি-৩ এর আওতায় স্কিম গ্রহন ও বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বিজয়পুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ভার্চুয়ালী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক,স্থানীয় সরকার কুমিল্লা, মোহাম্মদ শওকত ওসমান।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ, সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।
এ সময় বারপাড়া ইউপি সচিব মোসাঃ আনোয়ারা বেগম,বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মোঃ দুদু মিয়া, শফি মাহমুদ স্বপন, মোঃ কামাল হোসেন, মোঃ মোবারক হোসেন, আব্দুল মতিন মোল্লা, রফিকুল ইসলাম,আব্দুর রহিম, শরিফুল ইসলাম, মোঃ আলী আক্কাস,মহিলা মেম্বার কোহিনুর বেগম, মমতাজ বেগম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম,আব্দুল ওহাব,ধর্মীয় প্রতিনিধি মাওলানা মোঃ বজলুর রহমান, উদ্যোক্তা মোঃ আরিফুর রহমানসহ শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।