নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর উদ্যোগে সেনাবাহিনীর ৩৮ সদস্যের একটি দল প্রায় ১ হাজার গরীব, দুঃস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
অধিনায়ক লেঃ কর্নেল শাহ্পার আকন্দ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক মেজর এইচ এম সাকিব রহমান খান, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন জান্নতুন নাঈম, ক্যাপ্টেন ফাইযা সোলাইমান, ক্যাপ্টেন মিনা আসিফ কবির, লেঃ আবদুল সোবহান।
এ সময় বেলতলি উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু,বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি।