সদর দক্ষিণের শ্রীনিবাস ইসলামি সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ফুটবল ফাইনালের পুরস্কার বিতরণ
- তারিখ : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / 959
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস ইসলামি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২১ এর ফাইনাল খেলা সোমবার বিকালে শ্রীনিবাস মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে শ্রীনিবাস রয়েলস কে হারিয়ে রংধনু একাদশ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। এ নিয়ে রংধনু একাদশ টানা দু’বার চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম আহম্মেদ। সমাজ সেবক মোঃ হারুন উর রশিদ এর সভাপতিত্বে ও শ্রীনিবাস ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাসেম হৃদয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সফি মাহমুদ স্বপন, মহিলা মেম্বার কোহিনুর বেগম, সমাজ সেবক আব্দুল ওহাব, আলমগীর হোসেন, শ্রীনিবাস ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সমাজ সেবক আলী আকবর, রফিকুল ইসলাম কবিরাজ, আমিনুল হক খোকন, ওয়াসিম আকরাম,মহসিন ইমরান,সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, তারেক আহম্মেদ পলাশ, রবিউল মোঃ আল আমিন, সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনালে সেরা খেলোয়ার নির্বাচিত হন রংধনু একাদশের রবিন এবং টুর্নামেন্ট সেরা হন রকিব।