নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার রাত প্রায় ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ইউটার্ণে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।
নিহতরা হলেন,লক্ষ্মীপুরের হামন্দী এলাকার ফখরুল আলম দুলাল, ঢাকা বাড্ডা এলাকার মিরাজ হোসেন ও খিলগাঁও তালতলা রামপুরা এলাকার বেলাল হোসেন। বেলাল প্রাইভেট কারের চালক। আহত ব্যক্তির নাম মো. মাহবুব। তার বাড়ি লক্ষ্মীপুরের হামন্দীতে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হয়।
হাইওয়ে ওসি জানান, ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আর প্রাইভেট কারের চালক বেলাল ঢাকায় নেয়ার পথে মারা যান।
মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।