সদর দক্ষিণে উপকারভোগিদের সীমানা জটিলতা নিরসনের উদ্যোগ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রাম জয়নগর। সামাজিক বন বিভাগ কুমিল্লার সদর দক্ষিণের রাজেশপুর ইকো পার্ক সংলগ্ন গ্রাম এটি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের জয়নগর মৌজায় বন বিভাগের জমির সাথে সরকারি খাস জমি বন্দোবস্ত প্রাপ্ত উপকারভোগীদের জমির সীমানা নিয়ে বিরাজমান দীর্ঘ দিনের জটিলতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২মার্চ) দুপুরে সরেজমিনে তর্কিত ভূমি পরিদর্শন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোঃ নুরুল করীম,পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম হারিছ মিয়া,সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।

জয়নগর মৌজায় বন বিভাগের জমির সাথে সরকারি খাস জমি বন্দোবস্ত প্রাপ্ত উপকারভোগীদের জমির সীমানা নিয়ে বিরাজমান দীর্ঘ দিনের জটিলতা নিরসনের উদ্যোগ গ্রহণ করায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভুক্তভোগীরা।

এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার স্থানীয় ইউপি সদস্য গোলাম মর্তুজা সর্দার,সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য হানিফ চৌধুরী,বিল্লাল হোসেন সহ ভুক্তভোগী জনসাধারণ ও বিট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!