সদর দক্ষিণে কৃষকের বিজয় ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও নলকুড়ি গ্রামের কৃষক কৃষাণীদের সহযোগিতায় কৃষকের বিজয় উৎসব ও পিঠা উৎসব সোমবার বিকালে (২৭ ডিসেম্বর) গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুড়িতে অনুষ্ঠিত হয়েছে।

কৃষক ও কৃষকের ছেলেদের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন এবং মহিলা মেম্বার শামছুন্নাহারের বাড়িতে (৩২ রকমের) পিঠা উৎসব এর আয়োজনটি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ,সহধর্মিনী মানষী দাস, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, সহধর্মীনী পান্না চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোতাহার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার পারভীন আক্তার, সমাজ সেবা অফিসার শামিমা শারমিন, পরিসংখ্যান অফিসার নাজমুন্নাহার খায়ের, একাডেমিক সুপার ভাইজার সালিমা আক্তার, উপজেলা উপসহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা আবু তাহের মেম্বার, যুবলীগ নেতা আজাদ হোসেন, ইউএনও’র পিএ মোঃ তোফায়েল আহমেদ, জিয়া মেম্বার, মহিলা মেম্বার কোহিনুর, আলেয়া বেগম, শাহজালাল মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!