নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণে পাইপগান (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ সহ রিপন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন শ্রীমন্তপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে (২ ফেব্রুয়ারী) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার খাদেমুল বাহার সঙ্গীয় ফোর্স নিয়ে চৌয়ারা ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী ও অস্ত্র ব্যবসায়ী রিপন কে একটি পাইপগান (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রিপন একজন সক্রিয় অস্ত্র ব্যবসায়ী এবং তার বিরুদ্ধ অস্ত্র বিক্রির নামে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে সন্ত্রাসী,অবৈধ অস্ত্রধারী ও মাদক বিরোধী চলমান অভিযান এর অংশ হিসেবে রিপনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ অভিযান চলমান থাকবে।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃত অস্ত্রধারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। অপরাধের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তৎপর রয়েছে।