সদর দক্ষিণে ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
- তারিখ : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / 466
রকিবুল হাসান রকি :
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ছাগল প্রদর্শনী মেলা এবং খামারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহি কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মাদ ইসমাইল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা
মো: মহিউদ্দিন মজুমদার, ভেটেরিনারি সার্জন ডা.এ,কে,এম,রকিবুল হাসান। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ খামারী হিসেবে উপজেলার চৌয়ারা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুল সাত্তার এবং সেরা ছাগী পালন খামারী বারপাড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সাফিয়া খাতুনকে টিভি পুরস্কার দেয়া হয়। এছাড়াও অন্যান্য খামারীদের মধ্যে ছাগলের ভিটামিন এবং কৃমিনাশক ঔষধ বিতরণ করেন সংশ্লিষ্টরা।