সদর দক্ষিণে পৃথক অভিযানে গাঁজাসহ ২ জন আটক
- তারিখ : ০৫:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / 369
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ২১ ফেব্রুয়ারী বিকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন কচুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা গ্রামের ইকবাল হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (২৬)।
পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ২২ ফেব্রুয়ারী সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জামপুর পূর্বপাড়া গ্রামের মৃত মোঃ মোস্তফার ছেলে মোঃ আলাউদ্দিন (২২)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।